Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মানিকগঞ্জের সাটুরিয়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হ’ল “ওপেন হাউজ ডে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সভা”।
বিস্তারিত
মানিকগঞ্জের সাটুরিয়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হ’ল  “ওপেন হাউজ ডে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সভা”।
[ ১৫ জুন ২০২২]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার। পুলিশ সুপার মহোদয় বলেন, অপরাধ নিয়ন্ত্রন, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল সহ নানাবিধ কর্মকাণ্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে মানিকগঞ্জ জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সাটুরিয়া থানার প্রতিটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশিং সেবা পৌঁছে দেয়া হচ্ছে জনগণের দোরগোড়ায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহবান জানান পুলিশ সুপার মহোদয়।
এসময় সেখানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ  সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিট পুলিশের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় জনগণ  উপস্থিত ছিলেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/06/2022