শিরোনাম
জেলা পুলিশ, মানিকগঞ্জের আয়োজনে মাসব্যাপী লোকজ ও শিল্প-পণ্য মেলা ২০২২ এর শুভ উদ্বোধন
বিস্তারিত
৩১ মে ২০২২ খ্রি. বিকেল ৫.০০ ঘটিকায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (বিজয় মেলা) মাঠে “মাসব্যাপী লোকজ ও শিল্প-পণ্য মেলা ২০২২” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহা: হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মানিকগঞ্জ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা প্রশাসক, মানিকগঞ্জ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহীউদ্দীন এডভোকেট, চেয়ারম্যান, জেলা পরিষদ, মানিকগঞ্জ ও সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম এডভোকেট, সাধারণ সম্পাদক , মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বিজ্ঞ পিপি, জজকোর্ট, মানিকগঞ্জ এবং জনাব মোঃ রমজান আলী, মেয়র, মানিকগঞ্জ পৌরসভা ও সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। এসময় জেলা পুলিশের অন্যান্য উধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।